ধর্মতলার দুই জনের বিরুদ্ধে মামলা, পাঁচ লাখ টাকা চাঁদা দাবিও হত্যার হুমকি
অপরাধ তথ্যচিত্র ডেস্ক:
পাঁচ লাখ টাকা চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে ধর্মতলা এলাকার ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। যশোর সদর উপজেলার লেবুতলা কোঁদালিয়ার গোলাম রসুল নামে এক ব্যক্তি মামলাটি করেছেন
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যশোর কোতোয়ালি আমলী আদালতে করা মামলায় বলা হয়েছে, গত বছরের ১৮ জানুয়ারি কোঁদালিয়ার গোলাম রসুল তার ভগ্নিপতি ধর্মতলা খৃষ্টানপাড়ার মুনসুর আলীকে একটি জমি কিনতে সহায়তা করেন। খোলাডাঙ্গা মৌজায়, খতিয়ান এস.এ. ৪৯৫ আর.এস. চুড়ান্ত ৪২৮ সেপারেশন ২৫১৭ দাগ নাম্বার এস.এ. ৩৫০ আর.এস ১২১৮ বাস্তু ০২.৫০ শতক জমিটি কিনে সেখানে মুনসুর আলী দ্বিতল ভবন নির্মাণ করে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে আসছেন। জমি ক্রয়ের সহযোগিতার পর থেকে ধর্মতলা এলাকার আব্দুর রহমান ও তাহাজ্জদ জমি কেনায় মধ্যস্থতাকারী গোলাম রসুলের কাছে চাঁদা দাবি করে আসছেন। আর টাকা না দেয়ায় বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছেন। এক পর্যায়ে গত ৫ জানুয়ারি ধর্মতলার খৃস্টান পাড়ায় তাকে পেয়ে গলায় ধারালো চাকু ধরেন তাহাজ্জদ। ৩ দিনের মধ্যে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। না দিলে জানে মেরে ফেলে লাশ গুম করার হুমকিও দেন। চাঁদা না দিলে চাকু মেরে ভুড়ি বের করে দেয়ারও হুমকি দেন তাহাজ্জদ। এই চাঁদা দাবির ঘটনা মুনসুর আলী, রিয়াজ উদ্দিন, মফিজুর রহমানসহ অনেকেই জানেন বলেও মামলায় বলা হয়েছে।