যশোরে ভেজাল মবিল কারাখানায় ভোক্তার লাখ টাকা জরিমানা

যশোরের ফতেপুর ইউনিয়নের নুড়িতলা গ্রামে মেসার্স ইনো লুব্রিকেটিং নামের একটি অবৈধ মবিল কারখানায় হানা দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের একটি দল। এসময় ওই কারখানার বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় কারখানা মালিক নাজিম উদ্দিনের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সৈয়দ তামান্না তাসনীমের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
যশোরের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম জানান, তাদের কাছে খবর আসে একটি চক্র হামিদপুরে কোম্পানি খুলে ভেজাল মবিল বিক্রি করছে। তাৎক্ষণিক পুলিশের সহযোগিতায় সেখানে হাজির হন তিনি। এসময় গিয়ে দেখেন তালাবদ্ধ। কিন্তু ভেতরে লোক ছিল। তখন ডাকাডাকি করলে ভেতরের লোকজন প্রাচীর টপকে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় সেখানে মালিক নাজিম উদ্দীনকে আনা হয়। তাকে মবিল কোম্পানির কাগজপত্র দেখাতে বললে তিনি ট্রেড লাইসেন্স ছাড়া আর কোনো কাগজপত্র দেখাতে পারেননি। অথচ ওই কারখানা থেকে প্রতিনিয়ত মবিল বোতলজাত করে বাজারে দেদার বিক্রি করা হচ্ছে। যা আইনবহির্ভূত। এ কারণে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। একইসাথে তাদেরকে সতর্ক করা হয়েছে বলে জানান সৈয়দা তামান্না তাসনীম।

স্থানীয়রা জানায়,ওই কারখানাটি সবসময় বাইরে থেকে তালাবদ্ধ থাকে। মাঝেমধ্যে গভীর রাতে খোলা হয়। সেখানে মূলত ভেজাল মবিল বিক্রি করা হয়।
এদিকে, একটি সূত্র জানায় ওই প্রতিষ্ঠানটি এক সময় যশোর বিসিকে ছিল। পরবর্তীতে ভেজাল মবিল কারবারের বিষয়টি জানাজানি হলে দুই বছর আগে নুড়িতলায় চলে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *