রংপুর জেলা ডিবি পুলিশের অভিযানে ৯১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন আটক এবং গংগাচড়া থানা পুলিশের অভিযানে ০৫ বোতল ফেন্সিডিলসহ একজন আটক
মশিউর রহমান ঃ
গত ০৭ জানুয়ারি ২০২৫ রাত্রি ২৩:৩০ ঘটিকায় রংপুর জেলা ডিবি’র অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব আবু মোঃ সিদ্দিকুজ্জামান এঁর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) সিব্বির আহমেদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রংপুর জেলার কোতয়ালি সদর থানাধীন ১নং মমিনপুর ইউপি’র অন্তর্গত ০১নং ওয়ার্ড মহেশপুর বালাপাড়া গ্রামের জনৈক মোঃ হাসেন আলী’র বাড়ির সামনে রাস্তার ধারে পানির পাম্প ঘরের ভিতর ১নং অভিযুক্ত মোঃ রবিউল ইসলাম (৩৩), পিতা- মৃত মতিয়ার রহমান, সাং- মহেশপুর বালাপাড়া, থানা- কোতয়ালী সদর, জেলা-রংপুর এর পরিহিত ঘিয়া রংয়ের জ্যাকেটের বাম পকেটের ভিতর সাদা রংয়ের কৌটায় রক্ষিত অবস্থায় সাদা রংয়ের বায়ুরোধক জিপার পলিপ্যাকে কমলা রংয়ের ৭০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ২নং অভিযুক্ত মোঃ নুর আমিন (৩০), পিতা- মোঃ বাবুে, সাং- খলেয়া, থানা- গংগাচড়া, জেলা-রংপুর এর পরিহিত কালো ফুল প্যান্টের ডান পাশের মোবাইল পকেটে সাদা রংয়ের জিপার পলিপ্যাকে রক্ষিত কমলা রংয়ের ২১ পিচ ইয়াবা ট্যাবলেট সর্বমোট (৭০+২১)= ৯১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দ করে অভিযুক্তদ্বয়কে আটক করে জব্দকৃত মালামালসহ থানায় এসে মামলার এজাহার দায়ের করেন। এ সংক্রান্তে কোতোয়ালি রংপুর সদর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়।
২। গত ০৭ জানুয়ারী ২০২৫ খ্রিঃ বিকাল ১৫.৫০ ঘটিকায় রংপুর জেলার গংগাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আল এমরান এর দিক নির্দেশনায় এসআই(নিঃ) শামিম আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গংগাচড়া থানাধীন ৮নং মর্নেয়া ইউপির নরসিংহ মধ্যপাড়া গ্রামের হরিণচড়া হতে মোতলেবের মোড়গামী রাস্তায় জনৈক মোঃ ফেরদৌসের মুদি দোকানের উত্তর পাশে রাস্তার উপর পায়ে হেঁটে আসা অভিযুক্ত ১। মোঃ নুরুজ্জামান (৪০), পিতা-মৃত সোনা আলী অরফে ছানা উল্লাহ, স্থায়ী ঠিকানা-সাং-নরসিং হাজীপাড়া, থানা-গংগাচড়া জেলা- রংপুর এর হেফাজত হতে ০৫ বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক বিধি মোতাবেক জব্দ করেন। অতঃপর অভিযুক্তকে আটক করে জব্দকৃত মালামালসহ থানায় এসে লিখিত এজাহার দায়ের করেন। এ সংক্রান্তে গংগাচড়া থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়।
2 attachmen