শেরপুরের নকলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন
জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় জানকীপুর উত্তরপাড়া মীরবাড়ী জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের বিরুদ্ধে স্থানীয় গোলাম মাসুম কতৃক নকলা থানায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে মানববন্ধন হয়েছে।
৮ জানুয়ারি বুধবার সকালে জানকীপুর উত্তরপাড়া মীরবাড়ি জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর আয়োজনে নকলা পৌরশহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে ওই মানববন্ধন হয়।
মানববন্ধনে জানকিপুর উত্তরপাড়া মীরবাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, কোষাধ্যক্ষ রাকিবুল ইসলাম রাকিবসহ অনেকেই বক্তব্য দেন।
মানববন্ধনে জানকিপুর উত্তরপাড়া মীরবাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।