মির্জাপুরে অভিযানে অবৈধ সেই ৭ ইট ভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে প্রশাসন
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাংগাইলের মির্জাপুরে অবৈধ সেই ৭ ইটভাটা পুনঃ অভিযান পরিচালনা করে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে প্রশাসন।বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে এ অভিযান।পরিবেশ অধিদপ্তর টাংগাইল,সেনাবাহিনী,র্যাব, পুলিশ,ও আনসার বাহিনীর যৌথ অভিযান পরিচালিত হয়।এসময় উপজেলার বহুরিয়া,বাইমাইল ও পাহাড়পুর এলাকায় চলতি বছর নতুন করে গড়ে ওঠা ৭ অবৈধ ইটভাটা-‘বাটা ব্রিকস, নিউ সরকার ব্রিকস,হক ব্রিকস,নিউ রমিজ ব্রিকস, বিএন্ডবি ব্রিকস,সনি ব্রিকস, রানা ব্রিকসে’ অভিযান চালিয়ে ভাটাগুলোর চিমনি স্থায়ীভাবে ভেঙ্গে দেয়া হয়।অভিযানে টাংগাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ্ আল মামুন, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম,মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান,পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক,সহকারী পরিচালক সজীব কুমার ঘোষসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অবৈধ এ ইটভাটাগুলোতে গত ১২ ডিসেম্বর পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে ২৪ লক্ষ টাকা জরিমানা আদায় করেন এবং স্হায়ীভাবে ইটভাটাগুলোতে ইট প্রস্তুত বন্ধ করার নির্দেশ দেন। এরপরও তারা নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে আসছিল।