বটিয়াঘাটায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ এনে বটিয়াঘাটা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন।
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা:
অদ্য ইং ০৯/০১/২০২৫ তারিখ বৃহস্পতিবার সকাল ১১ টার সময় বটিয়াঘাটা প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয় এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাসুমা আক্তার, তিনি তার বক্তব্যে বলেন আমি বটিয়াঘাটার ১ নং জলমা ইউনিয়নের বাসিন্দা তেতুলতলা মৌজার আর এস ১২৪ নং খতিয়ানের ৬৩৬ সং দাগের মধ্যে ৫৫ শতক জমি ও ।১২৫নং খতিয়ানের ৭৩০ নং দাগে ১৬ শতক জমি খরিদ করে নিজ স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে বসবাস করে আসছিলাম। কিন্তু, তেঁতুলতলা গ্রামের কতিপয় ভূমিদস্যু ১) পান্না মিয়া ২) তৈবুর রহমান ৩) সঞ্জয় মন্ডল ৪) বিবেক মন্ডল ৫) সোহরাব খলিফা সহ অজ্ঞাত ৭/৮ জন লোক গত কয়েক মাস পূর্বে থেকে আমার জায়গা জমি দখলের চেষ্টা করে আসছিল এবং আমার বাড়ির ঘেরা বেড়া কেটে গাছপালা কেটে ফেলে। আমি প্রতিবাদ করতে গেলে আমাকে মারপিট করার সময় আমার স্কুল পড়ুয়া মেয়ে ঠেকাতে আসলে তাকেও মারপিট করে আহত করে। তাদের বিরুদ্ধে আমি বটিয়াঘাটা থানা, জেলা প্রশাসকের কার্যালয় সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাই নাই। আমি আমার স্বামী সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি সাংবাদিক ভাইদের লেখনীর মাধ্যমে উপদেষ্টা মন্ডলী ও ছাত্র সমন্বয়কসহ আইন প্রয়োগকারি সংস্থা দের দৃষ্টি আকর্ষণ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমার জীবন নিরাপত্তা হীনতায় এখন আমাকে পালিয়ে বেড়াতে হচ্ছে।