চৌগাছায় প্রাইভেট কারসহ তিন ছিনতাইকারী আটক

যশোরের চৌগাছায় ছিনতাইকালে জনগনের কবলে পড়ে তিন ছিনতাইকারী আটক হয়েছে। এসময় তাদের সাথে থাকা একটি প্রাইভেট কার, একটি পাসপোর্ট ও একটি ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার সলুয়া বাজারে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, খুলনা জেলার লবনচোরা থানার ছাচিবুনিয়া এলাকার মৃত আব্দুল্লাহ’র ছেলে ইমন (৩০), একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে ইমরান(৩২) ও মনির হোসেনের ছেলে সুমন ( ৩০)।

স্থানীয়রা জানায়, এদিন দুপুর দেড়টার দিকে বসুন্ধরা কল্যান ফাউন্ডেশনের এনজিওকর্মী আফরা গ্রামের হালিমা খাতুন তার অফিসের প্রায় আড়াই লক্ষ টাকা সোনালি ব্যাংক সলুয়া শাখা থেকে উত্তোলন করে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এসময় যশোর থেকে একটি কালো রঙের প্রাইভেট কার (যার নং- ঢাকা মেট্রো গ-৩১-৭৮৬১) এসে হালিমার হাতে থাকা টাকার ব্যাগ ও মোবাইল ছিনতাই করে চৌগাছা বাজারের দিকে চলে যায়। মহিলাটির তাৎক্ষনিক ডাক-চিৎকারে লোকজন জড়ো হয়ে মশিউরনগর বাজারে ব্যারিকেড দিলে ছিনতাইকারীরা গাড়ি ঘুরিয়ে পুনরায় সলুয়া বাজারে এসে আটক হয়। এসময় স্থানীয় জনগন ছিনতাইকারীদের ধরে উত্তম-মধ্যম দেয় এবং প্রাইভেট কারটি ভাঙচুর করে। পরে স্থানীয়রা থানায় ফোন দিলে পুলিশ এসে ছিনতাইকারী ও গাড়িটি জব্দ করে থানায় নেয়। তবে ছিনতাইকারী আটক হলেও ভুক্তভোগী হালিমার টাকা ও মোবাইল ফোনটি পাওয়া যায়নি বলেও জানা যায়। জানা গেছে, ছিনতাইকালে জড়িত প্রাইভেট কারটি এদিন সকালেই খুলনার সোনাডাঙা এলাকা থেকে ছিনতাই করে এই তিন ছিনতাইকারী।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় ছিনতাই মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *