মাগুরায় ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

অপরাধ তথ্যচিত্র ডেস্ক:
মাগুরায় গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ ২ রোহিঙ্গাকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আটকরা হলেন আজিজ (৪৭) ও আব্দুল কুদ্দুস (৪৫)। তারা কক্সবাজার জেলার হাকিমপুর গ্রামের রোহিঙ্গা-১৪ ক্যাম্প থেকে এসেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় মাগুরা জেলা পুলিশের হলরুমে প্রেসব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম মুক্তারুজ্জামান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় পারনান্দুয়ালী জামে মসজিদের সামনে থেকে আজিজ (৪৭) ও আব্দুল কুদ্দুস (৪৫) নামে দুই রোহিঙ্গাকে আটক করেছে ডিবি পুলিশ। তারা কক্সবাজার জেলার হাকিমপুর গ্রামের রোহিঙ্গা-১৪ ক্যাম্পের বাসিন্দা। মাদক বিক্রির জন্য তারা বাসযোগে মাগুরাতে আসেন। প্রাথমিক জিগাসাবাদে তারা ইয়াবা পেটের মধ্যে লুকিয়ে রাখার কথা স্বীকার করেন।
পরে তাদেরকে সদর হাসপাতালে নিয়ে কর্তব্যরত ডাক্তারের মাধ্যমে আল্ট্রাসোনো করে ওয়াশ করিয়ে এক হাজার ৬৩০ পিচ ইয়াবা বের করা হয়। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *