সান্তাহারে প্রি-পেইড মিটার স্থাপনের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
সান্তাহারে প্রি-পেইড মিটার স্থাপনের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
আদমদীঘি প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ডিজিটাল প্রি-পেইড মিটার স্থাপনের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামবাসী আয়োজনে দমদমা গ্রামে ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠান হয়। দমদমা দক্ষিণপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও সাবেক ইউপি সদস্য মারুফ-উল-হাসান শিপলুের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ বক্তব্য রাখেন, সান্তাহার শহর প্রেস ক্লাবের সভাপতি জিল্লুর রহমান, সান্তাহার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাগর খান, সাবেক ইউপি সদস্য আতোয়ার রহমান, মোজাম্মেল হক মঞ্জু, আনছার মল্লিক, পল্লী চিকিৎসা মাজেদুর রহমান মাজেদ, সাংবাদিক তরিকুল ইসলাম জেন্টু, কাশেম সরদার, ইসলাম খান, জনি প্রমুখ।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ইউনিয়নের গ্রাম এমনিতেই অনুন্নত এলাকা, এখানে গরিব লোকের বসবাস বেশি। এ অবস্থায় বিদ্যুতের প্রি-পেইড মিটার সংযোগ দিলে সাধারণ গ্রাহকরা আর্থিক ক্ষতি ও হয়রানির শিকার হবেন। প্রি-পেইড মিটার সংযোগ প্রকল্প সান্তাহার থেকে প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানান। অন্যথায় আগামীতে বৃহত্তর আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেন বক্তারা।