ভোলাহাটে মুক্তিযোদ্ধা সাফির পুলিশ না ফিরার দেশে!!
ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
‘৭১র রনাঙ্গণের সৈনিক, বীরমুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত পুলিশ কনষ্টবল সাফির উদ্দিন ৭৫ রোববার দিবাগত রাতে এ দুনিয়া ছেড়ে চলে গেলেন না ফিরার দেশে। তিনি রাত পৌনে ১২টায় শারীরিক অসুস্থতাবোধ করায় হঠাৎ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহী…….রাজিউন)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ২ছেলে ও ২মেয়েসহ তাঁর সহযোদ্ধা বীরমুক্তিযোদ্ধাগণ, আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
বীরমুক্তিযোদ্ধা সাফির উদ্দিন ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের তেলীপাড়া গ্রামের মৃত আঃ হাকিমের ছেলে। তাঁর নামাজে জানাযা সোমবার বাদ আসর গোপিনাথপুর আল জামিয়াতুল ইসলামিয়া মদিনা তুল উলুম ক্বওমী মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এর আগে মৃতকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মাননার সহিত দাফন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদায় উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তারের উপস্থিতিতে পুলিশের এসআই রাম জীবন কুমারের নেতৃত্বে পুলিশ সদস্যগণ গার্ড অফ ওর্নার প্রদাণ করেন।
নামাজে জানাযায় উপজেলার বীরমুক্তিযোদ্ধাগণ, আত্মীয় স্বজনেরা, গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এলাকার সুধী ও অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।
ছবিক্যাপশনঃ ভোলাহাটের বীরমুক্তিযোদ্ধা সাফির উদ্দিন চলে গেলেন না ফিরার দেশে তাঁর চাকরী ও বর্তমান ছবি।