বটিয়াঘাটায় জোরপূর্বক ধান কাটা ও জমি দখলের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা:
​প্রিয় সাংবাদিক ভায়েরা, আমি উজ্জ্বল কান্তি ভদ্র, পিতা মৃত গোষ্ট বিহারী ভদ্র, গ্রাম খড়িয়াল, পোঃ সুরখালি, থানা বটিয়াঘাটা, জেলা খুলনা। আপনাদের মাধ্যমে আইনশৃংখলা বাহিনী ও দেশবাসি কে জানাতে চাই যে, আমি একজন হিন্দু সম্প্রদায়ের লোক গত ৫ আগষ্ট সরকার পরির্বতনের পর আমাদের বাড়ি ঘর রাত ১২ টার দিকে ভাংচুর করে। পরদিন সকালে লিয়াকত শেখ, পিতা কাশেম শেখ আমার চাচা কে বেধড়ক মারপিঠ করে, তাতে করে আমি মনে করি আমাদের বাড়ি ভাংচুর যারা করেছে তারাই আমার চাচাকে মারপিঠ করেছে। পরবর্তিতে ১। কাওছার শেখ, ২। শওকাত শেখ, উভয় পিতা কাশেম শেখ সহ আরও ৫/৭ জন অজ্ঞাত গ্রাম খড়িয়াল, থানা বটিয়াঘাটা, জেলা খুলনা ব্যাক্তিরা।আমাদের পৈতৃক সূত্রে প্রাপ্ত আর এস, ১১৩ খতিয়ান দাগ ১৫৬, ২৩১,২৩২ সহ অন্যান্য দাগে প্রায় ২০ একর জমি আমরা ভোগ দখলে আছি। বিবাদীরা ০২/০১/২০২৫ তারিখে হঠাৎ আমাদের জমি থেকে ধান কেটে নিয়ে যায় এবং আমাদের ঘের থেকে মাছ ধরতে বাধা প্রদান করে। আমাদে ঘেরে যাওয়ার পথ বন্ধ করে দেয়। এবিষয় আমরা তাদের কাছে শুনতে গেলে আমাদের কে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে আমরা যদি আমাদের জমিতে যাওয়ার চেষ্টা করি তাহলে আমাদের হামলা মামলা করে এলাকা ছাড়া করবে বলে হুমকি প্রদান করে। আমরা এখন জীবন নিরাপত্তায় ভুগছি। এবিষয় আমরা বটিয়াঘাটা থানায়ও সেনাবাহিনী ক্যাম্পে অভিযোগ দায়ের করি। বিবাদীদের বিরুদ্ধে গতকাল এস আই রুবেল ঘঠনা স্থল পরিদর্শন করেন। বিবাদদের নির্যাতনে এলাকার অধিকাংশ লোক রাত্রে ঠিকমত ঘুমাতে পারছেনা। হিন্দু মুসলিম সকলেই তাদের নির্যাতনের শিকার সাংবাদিক ভায়েরা আমরা আপনাদের লেখনির মাধ্যমে এর শুষ্ঠ বিচার দাবি করে দায়িদের আইনের আওতায় আনার জোর দাবি ও প্রতিকার পাওয়ার দাবি জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *