নগরীতে ৫ জুয়াড়ি গ্রেফতার
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা।
নগরীর দৌলতপুর থানাধীন পাবলা তিন দোকান মোড় এলাকা হতে পুলিশ শুক্রবার রাতে পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করে। তাদের হেফাজত হতে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ হয়েছে। এ ঘটনায় থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের হয়েছে।
আসামিরা হচ্ছেন, মোঃ শাহাদাৎ হোসেন (৩৮), মোঃ প্রিন্স মাহামুদ রনজু (৩৩), মোঃ কামরান শেখ (২৮), মোঃ আব্দুল কুদ্দুস (৩৭) এবং মোঃ আল আমিন শিকদার (৩৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার জনৈক মান্নানের বাড়ীর পশ্চিম পাশের রুমে জুয়ার আসরে অভিযান চালানো হয়। তখন নগদ দু’ হাজার ২শ’৭০ টাকা, পাঁচ সেট তাস, একটি পাটের বস্তা ও একটি প্লাস্টিকের বস্তা আলামত হিসেবে জব্দ করা হয়।
আদালতের এক কর্মকর্তা দৈনিক জন্মভূমিকে বলেন, আসামিদেরকে থানা পুলিশ দুপুরে আদালতে সোপর্দ করেন। তাদের আইনজীবীর জামিন আবেদনের প্রেক্ষিতে বিকেল ৩ টার দিকে শুনানি অনুষ্ঠিত হয়। এরপর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুমাইয়া কাউসার ৫ আসামিকে জামিনে মুক্তি দিয়েছেন।