মিরসরাইয়ে বিজিবির অভিযানে ২৯২ ঘনফুট কাঠ জব্দ

অপরাধ তথ্যচিত্র ডেস্ক:
​চট্টগ্রামের মিরসরাইয়ে বিজিবির অভিযানে ২৯২ ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বারইয়ারহাট-রামগড় সড়কের কয়লারমুখ চেকপোস্টে কর্মরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করে।

কয়লারমুখ চেকপোস্টে কর্মরত হাবিলদার মনিরুজ্জামান জানান, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীন মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লারমুখ চেকপোস্টের সামনে বিজিবির একটি দল অভিযান চালিয়ে মালিকবিহীন ২৯২.৬২ ঘনফুট বিভিন্ন প্রকার কাঠ জব্দ করেছে। জব্দকৃত কাঠগুলো কয়লারমুখ চেকপোস্ট বিজিবি হেফাজতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *