টেকনাফে কোস্টগার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদককারবারি নিহত
অপরাধ তথ্যচিত্র ডেস্ক:
টেকনাফে কোস্টগার্ড ও মাদক কারবারি এবং ডাকাতদলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক মাদককারবারি নিহত হয়েছেন। এ সময় ১০ হাজার ইয়াবা, তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড তাজা গোলাসহ ১৬ জন ডাকাত ও মাদকপাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।
শনিবার (৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন মো. সিয়াম উল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত ১১টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফ ও বিসিজি আউটপোস্ট শাহপরীরদ্বীপ সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। কোস্টগার্ড সদস্যরা ফাঁকা গোলার মাধ্যমে বোটটিকে থামার সংকেত দিলে বোটটি থেকে কোস্টগার্ডের উপর অতর্কিত গুলি বর্ষণ শুরু করে। এ সময় কোস্ট গার্ডের আভিযানিক দল আত্মরক্ষার্থে এবং বোটটিকে অকেজো করার উদ্দেশ্যে ওয়াটার লাইন এবং ইঞ্জিন রুম বরাবর গুলি চালায়। এতে বোটটি থেমে যায় এবং আভিযানিক দল বোটটিকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে বোটটি তল্লাশি করে ১০ হাজার ইয়াবা, তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড তাজা গোলা ও ১৬ জন ডাকাত ও মাদক পাচারকারী আটক করা হয়।
তিনি জানান, বোটটিতে তল্লাশি চলাকালে ইঞ্জিন রুমে একজন পাচারকারীকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আটক ডাকাত ও মাদক পাচারকারীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মিয়ানমার থেকে মাদকদ্রব্য পাচারের উদ্দেশ্যে বাংলাদেশে নিয়ে আসার সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সমুদ্রে ফেলে দেয়। সমুদ্রে ফেলে দেওয়া মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলমান রয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও আটককৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।