গণমাধ্যমকর্মীদের আয়নাঘর দেখার সুযোগ দেওয়া হবে: প্রেস উইং

শেখ হাসিনার আমলের ভয়াবহতার চিহ্ন দেখাতে গণমাধ্যমকর্মীদের আয়নাঘর দেখার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রবিবার (৫ জানুয়ারি) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

শফিকুল আলম বলেন, শেখ হাসিনার পাপাচারের শেষ নেই। আমদের কাজ অনেক। জুলাই-আগস্টের ভয়াবহতার নিয়ে কাজ করছি। আপনারা জানেন গুমের বিষয়ে একটা কমিশন করে দেওয়া হয়েছে। তারা খুব ভালোভাবে কাজ করছে। আপনাদের আয়নাঘরে ভিজিটের ব্যবস্থা করবো। আপনারা দেখতে পাবেন কী ভয়াবহভাবে তাদের আটকে রাখা হতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *