পুলিশের সামনেই যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, সেনাবাহিনী মোতায়েন
অপরাধ তথ্যচিত্র ডেস্ক:মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে পুলিশের সামনেই যুবদলের দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।সংঘর্ষের একপর্যায়ে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আজ শনিবার দুপুরে কালকিনি পৌরসভার কোর্ট চত্বরের সামনে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কিছু দিন ধরে কালকিনি উপজেলা যুবদল নেতা শামীম মোল্লার সঙ্গে যুবদল নেতা মামুন সিকদারের সঙ্গে বিরোধ চলছিল। এরই জেরে দুপুরে উপজেলার সেচ্ছাসেবক দলের কার্যালয়ের সামনে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।পরে দেশীয় অস্ত্র নিয়ে দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এ সময় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণ হয়। ভাঙচুর করা হয় দোকানপাট। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কাউকেই আটক করা হয়নি। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বেপারি বলেন, দীর্ঘ ১৩ বছর যুবদলের কমিটি না থাকায় সভাপতি হওয়ার প্রতিযোগিতা নিয়ে এ সংঘর্ষ হয়েছে। দ্রুত উপজেলা যুবদলের কমিটি দেওয়ার দাবি জানান তিনি।কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি মোতাবিলায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।