ডুমুরিয়ায় অবৈধ ইটভাটায় অভিযানে জরিমানা

​​সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা।
খুলনার ডুমুরিয়ায় তিনটি ইট ভাটায় অভিযান চালিয়ে ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার উপজেলার শোলমারি এলাকায় অবস্থিত ইটভাটা গুলোতে এ অভিযান পরিচালনা করেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুর রহমান। আদালত সূত্রে জানা গেছে, ভাটা গুলোতে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় এস বি ভাটাকে ২ লাখ, এন কে বি ভাটাকে ৫ লাখ এবং সেতু ব্রিক্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে উপজেলা ভূমি অফিসের পেশকার শামিমুর রহমান, ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ও থানা পুলিশের ফোর্স ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *