চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে বেডে থাকা রোগীর কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণ চুরি

মোঃ জাবেদ হোসেনঃ
ইদানিং কালে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে মোবাইল, নগদ অর্থ, স্বর্ণসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনা বেড়ে যাচ্ছে। রোগীর স্বজন সেজে চোর চক্ররা হাসপাতালে কেবিনে ও ওয়ার্ডে প্রবেশ করে চুরির ঘটনা ঘটাচ্ছে। সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা বালিয়া মানসুরা বেগম ৩য় তলায় কেবিন ৮নং পেনবেড থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে নগদ ৩৪ হাজার ৫ শত টাকা স্বর্ণের আংটি , রুপার চুরি, রুপার চেইন ২ টি, ভ্যাগে থাকা ডেবিট কার্ড, ব্যাংকের চেক বইসহ বিভিন্ন কাগজপত্র চুরি করে নিয়েছে চোরচক্র।কেবিনে এলাকায় সিসি ক্যামেরার না থাকায় চোর চক্রকে সনাক্ত করা সম্ভব হয়েছে।

শনিবার সকালে এ চুরির বিষয়ে হাসপাতলে পুলিশ নায়ক শফিকুল ইসলাম কে অবগত করলে তিনি তাৎক্ষণিক ৩য় তলা কেবিনে সকলকে জিজ্ঞাসাবাদ করেন।

এভাবেই চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রতিদিন মোবাইল, ব্যাগ ও মূল্যবান জিনিসপত্র চুরি হওয়ার ঘটনা ঘটাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতা ও হাসপাতালের দায়িত্ব থাকা আনসার সদস্যদের অবহেলার কারণে এইভাবে চুরি ঘটনা বেড়ে যাচ্ছে।
চোর চক্রকে ধরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা জোর দাবি জানান সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *