কাহারোলে ৫২ বস্তা রাসায়নিক সার উদ্ধার
কাহারোল(দিনাজপুর) প্রতিনিধি: এম.এ জলিল শাহ
দিনাজপুরের কাহারোলে পরিত্যক্ত ঘর থেকে ৫২ বস্তা রাসায়নিক সার উদ্ধার। উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশের্^ পরিত্যক্ত একটি ঘরের জানালার ফাঁক দিয়ে এলাকাবাসী দেখতে পায় সার রয়েছে। সেই ঘরে ৩ ধরনের ৫২ বস্তা সার বেশ কিছুদিন ধরে পরিষদ সংলগ্ন একটি পরিত্যক্ত ঘরে পড়ে থাকতে দেখতে পায়। বিষয়টি গত ১ জানুয়ারি‘২৫ বুধবার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ রাসেলকে সহ অন্যান্য সদস্যদেরকে এলাকাবাসী অবগত করলে তাৎক্ষনিক প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ হুমায়ূন কবির ঘরের তালা ভেঙ্গে প্রবেশ করে দেখতে পায় পরিত্যক্ত ঘরে ৫২ বস্তা সার পড়ে রয়েছে। বিষয়টি প্যানেল চেয়ারম্যান ও ইউপি প্রশাসনিক কর্মকর্তা উপজেলা প্রশাসনকে রেজুলেশন আকারে লিখিতভাবে জানান। এ বিষয়ে অনেকেই মন্তব্য করেছেন এসব সার এখানে কীভাবে এল, এই সারের মালিক কে? এসব প্রশ্ন এখন সবার মাঝে ঘুর পাক খাচ্ছে। জানা যায়, উদ্ধারকৃত ৫২ বস্তা সার সরকারি মূল্য প্রায় ৬২ হাজার টাকার মতো। গতকাল শনিবার(৪ জানুয়ারি‘২৫) বেলা ৩ টা ৫ মিনিটের দিকে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ আমিনুল ইসলামের নিকট মোবাইল ফোনে সারের বিষয়ে জানতে চাইলে তিনি এই প্রতিনিধি কে বলেন, রসুলপুর ইউনিয়ন পরিষদের ৫২ বস্তা সারের বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ কে আহব্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিকে দ্রæত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে বলে তিনি জানিয়েছেন।