মহেশপুরে ইসলামি ব্যাংক এজেন্ট শাখায় ভিন্নভাবে উদযাপিত হলো নতুন বছরের শুভেচ্ছা বিনিময়।

মশিয়ার রহমান টিংকুু,মহেশপুরঃ

কন্ট্রোলিং ব্রাঞ্চ জীবননগর এর আওতাধীন ইসলামি ব্যাংক বাকোসপোতা বাজার শাখা-৭ম বছরে পদার্পন উপলক্ষে অতিতের সকল সুখ দুঃখ ভুলে নতুন বছরকে হাসিমুখে বরন করে নিয়ে আন্তর্জাতিক মানের উন্নত গ্রাহকসেবা দেওয়ার লক্ষে বছরের প্রথমদিনে নিজ কার্যালয়ে কর্মকর্তা কর্মচারিদের সাথে নিয়ে ইসলামি ব্যাংক এজেন্ট শাখার গ্রাহকগনদের
সাথে কুশল বিনিময় ও গ্রাহকদের মাঝে নতুন বছর ২০২৫ ইং উপলক্ষে ক্যালেন্ডার এবং মিষ্টি বিতরন করেছেন ঝিনাইদহ মহেশপুর উপজেলার নেপা ইউপির বাকোসপোতা ও শ্যামকুড় ইউপির গুড়দাহ বাজারের ইসলামি বাংক এজেন্ট শাখার সত্বাধিকারী মোঃহাবিবুর রহমান রিপন।
এসময় এলাকার ইমাম,শিক্ষক,রাজনীতিবিদ ও স্থানীয় সুশিল সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *