বটিয়াঘাটায় ব্যক্তি মালিকানা জমি জেএমআই গ্যাস কোম্পানি কর্তৃক দখল করে নেয়ার অভিযোগ
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা।
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় জেএমআই গ্যাস কোম্পানি একাধিক ব্যাক্তিদের জমি জোর পূর্বক দখল করে রাখার অভিযোগ পাওয়া গেছে। গত ডিসেম্বর/২০২৪ ভুক্তভোগিদের পক্ষে কেশব লাল মন্ডল খুলনা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিলে জেলা প্রশাসন বিষয়টি আমলে নেন। এদিকে, বিগত ৩০ ডিসেম্বর/২০২৪ সরেজমিনে বটিয়াঘাটা উপজেলা সহকারী কমশিনার (ভূমি) অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে অভিযোগে উল্লেখিত জায়গা সরেজমিনে পরিদর্শন করেন। অভিযোগ সূত্রে জানা যায়, এস এ খতিয়ান নং-১৯, বিআরএস খতিয়ান নং-২৫৫ বর্তমানে ভুক্তভোগিরা রেকর্ডীয় জমিতে বাংলা ১৪৩১ সাল পর্যন্ত সরকারি খাজনা পরিশোধ করেছে। প্রতিবারের ন্যায় এবছরও অভিযোগকারী তার জমিতে আমন ধান রোপন করেছেন। কিন্তু ‘রাস্তার পাশের জমি চতুর্দিকে টিনের বেড়া ও তার কাটা দিয়ে ঘিরে রেখেছে কোম্পানি এবং তারা জমিতে রোপনকৃত ধান একটি রাজনৈতিক দলের নেতাদের ছত্রছায়ায় জোরপূর্বক কেটে নিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিগত ৫ আগষ্ট/২০২৪ পূর্বে আওয়ামীলীগের লোকজন দিয়ে জেএমআই এর কর্মকর্তারা নানান ভাবে জমির মালিকদের হয়রানি করেছে। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামীলীগ সরকারের পতন হলে নতুন করে একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় কোম্পানির কর্মকর্তারা জমির মালিকদের কোনঠাসা করে জমি জবর দখল করে রেখেছে। বিগত ৩০ডিসেম্বর/২০২৪ জমি মাপ জোগের সময় লোকজন নিয়ে সন্ত্রাসীরা মহড়া দিয়েছে। অভিযোগকারী কেশব মন্ডল বলেন, বিগত ৫ আগষ্ট/২০২৪ আগে আওয়ামীলীগের লোকজন এ জমি ভোগ দখলের চেষ্টা করেছে। এখন এ জমি কিছু দুস্কৃতিকারীরা ভোগ দখলের চেষ্টা করছে।