বটিয়াঘাটায় ব্যক্তি মালিকানা জমি জেএমআই গ্যাস কোম্পানি কর্তৃক দখল করে নেয়ার অভিযোগ

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা।
​ খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় জেএমআই গ্যাস কোম্পানি একাধিক ব্যাক্তিদের জমি জোর পূর্বক দখল করে রাখার অভিযোগ পাওয়া গেছে। গত ডিসেম্বর/২০২৪ ভুক্তভোগিদের পক্ষে কেশব লাল মন্ডল খুলনা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিলে জেলা প্রশাসন বিষয়টি আমলে নেন। এদিকে, বিগত ৩০ ডিসেম্বর/২০২৪ সরেজমিনে বটিয়াঘাটা উপজেলা সহকারী কমশিনার (ভূমি) অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে অভিযোগে উল্লেখিত জায়গা সরেজমিনে পরিদর্শন করেন। অভিযোগ সূত্রে জানা যায়, এস এ খতিয়ান নং-১৯, বিআরএস খতিয়ান নং-২৫৫ বর্তমানে ভুক্তভোগিরা রেকর্ডীয় জমিতে বাংলা ১৪৩১ সাল পর্যন্ত সরকারি খাজনা পরিশোধ করেছে। প্রতিবারের ন্যায় এবছরও অভিযোগকারী তার জমিতে আমন ধান রোপন করেছেন। কিন্তু ‘রাস্তার পাশের জমি চতুর্দিকে টিনের বেড়া ও তার কাটা দিয়ে ঘিরে রেখেছে কোম্পানি এবং তারা জমিতে রোপনকৃত ধান একটি রাজনৈতিক দলের নেতাদের ছত্রছায়ায় জোরপূর্বক কেটে নিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিগত ৫ আগষ্ট/২০২৪ পূর্বে আওয়ামীলীগের লোকজন দিয়ে জেএমআই এর কর্মকর্তারা নানান ভাবে জমির মালিকদের হয়রানি করেছে। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামীলীগ সরকারের পতন হলে নতুন করে একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় কোম্পানির কর্মকর্তারা জমির মালিকদের কোনঠাসা করে জমি জবর দখল করে রেখেছে। বিগত ৩০ডিসেম্বর/২০২৪ জমি মাপ জোগের সময় লোকজন নিয়ে সন্ত্রাসীরা মহড়া দিয়েছে। অভিযোগকারী কেশব মন্ডল বলেন, বিগত ৫ আগষ্ট/২০২৪ আগে আওয়ামীলীগের লোকজন এ জমি ভোগ দখলের চেষ্টা করেছে। এখন এ জমি কিছু দুস্কৃতিকারীরা ভোগ দখলের চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *