মাগুরায় জামায়াতের অমুসলিম শাখার কমিটি গঠন : সভাপতি পরেশ সেক্রেটারি উত্তম

মাগুরা প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাগুরা জেলার অমুসলিম শাখার কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর)শহরের আল আমিন ট্রাস্ট কমপ্লেক্সে ২০২৫-২৬ সেশনের কমিটি গঠন করা হয়।

জেলা জামায়াতের অমুসলিম শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা এম বি বাকের, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমীর ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল মতিন।
অমুসলিম বিভাগের সেক্রেটারী অধ্যাপক মশিউর রহমান সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা লিয়াকত আলী খান,জেলা সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারী মোঃ সাইফুল্লাহ, যুব বিভাগের সেক্রেটারী অধ্যাপক মাওলানা রবিউল ইসলাম, সদস্য মাওলানা খোন্দকার আইয়ুব আলী, শ্রীপুর উপজেলা জামায়াতের সেক্রেটারী মোল্লা মিজানুর রহমানসহ প্রমুখ।

অনুষ্ঠানে ২০২৫- ২৬ সেশনের জন্য সর্বসম্মতিক্রমে বীরমুক্তিযোদ্ধা শ্রী পরেশ কান্তি সাহাকে সভাপতি ও শ্রী উত্তম কুমার বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *