জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৫০ (পঞ্চাশ) বোতল PHENSEDYL সহ আসামি গ্রেফতার :

মশিউর রহমান ঃ
অফিসার ইনচার্জ,জনাব মোঃ আসাদুজ্জামান জেলা গোয়েন্দা শাখা (ডিবি),জয়পুরহাট এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ মিজানুর রহমান মিজান, এসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন (PPM), সঙ্গীয় অফিসার এএসআই (নিঃ) মোঃ সাজেদুর রহমান, এএসআই (নিঃ) চন্দন কুমার ও ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনায় জয়পুরহাট জেলার সদর থানাধীন ধলাহার ইউনিয়নের উত্তর শেখপুর গ্রাম হইতে ৫০(পঞ্চাশ) বোতল PHENSEDYL সহ আসামী ১। মোঃ মোস্তাফিজুর রহমান @ মামিদুল @ ফিজু (২১), পিং – মোঃ আবুল কাশেম, সাং- উচনা সোনাতলা, থানা- পাঁচবিবি, জেলা-জয়পুরহাট কে গ্রেফতার করে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *