নীলফামারীতে ক্রস ফায়ারে নিহত বিএনপি নেতা রাব্বানীর পরিবারকে নতুন বাড়ী দিচ্ছেন তারেক রহমান।

​অপরাধ তথ্যচিত্র ডেস্ক:
​২০১৪ সালে নীলফামারীতে র‍্যাবের ক্রস ফায়ারে নিহত বিএনপি নেতা গোলাম রাব্বানীর পরিবারকে নতুন বাড়ী দিচ্ছেন জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গতকাল নীলফামারী জেলার জাতীয়তাবাদী দলের উপজেলা শাখা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জানানো হয় আগামীকাল ৩০ ডিসেম্বর ২টায় গোলাম রাব্বানীর পরিবারের জন্য নবনির্মিত বাড়ির চাবি ভিডিও কনফারেন্সে মাধ্যমে হস্তান্তর করবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও “আমরা বিএনপি পরিবার” এর পৃষ্ঠপোষক তারেক রহমান। ঐ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির যুগ্ম মহাসচিব ও “আমরা বিএনপি পরিবার ” এর উপদেষ্টা এ্যাডঃ রুহুল কবির রিজভী, “আমরা বিএনপি পরিবার ” এর উপদেষ্টা ও দলের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির রংপুর বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগাঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, বিএনপির কেন্দ্রীয় কমিটির বিঞ্জান প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও “আমরা বিএনপি পরিবার ” উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
এতে সভাপতিত্ব করবেন ” আমরা বিএনপি পরিবার ” এর আহবায়ক আতিকুর রহমান রুমন।
২০১৪ সালে আওয়ামী দুঃশাসনকালে রাবের ক্রস ফায়ারে নিহত হন বিএনপি নেতা গোলাম রাব্বানী। তিনি নীলফামারী সদর থানার লক্ষীচাপ ইউনিয়ন বিএনপির সাংগাঠনিক সম্পাদক ছিলেন
এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ২৪ সালের ছাত্র – জনতার গণ-আন্দোলন চলাকালে নীলফামারী, পঞ্চগড় ও দিনাজপুর জেলার শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন “আমরা বিএনপি পরিবার ” এর প্রতিনিধি দল।

অনুষ্ঠানটি নীলফামারী জেলা সদরের লক্ষীচাপের দুবাইছড়ি দ্বিমুখী দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *