জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোর কর্তৃক কোতয়ালী মডেল থানাধীন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সামনে (হাইকোর্ট মোড়) থেকে ডাকাতির প্রস্তুতিকালে ০২(দুই) টি বিদেশী পিস্তল, ০৩ রাউন্ড গুলি ও ০১টি HAICE মাইক্রোবাস সহ গ্রেফতার- ০৪ জন।

মশিউর রহমান ঃ
জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ জিয়াউদ্দিন আহম্মেদ মহোদয়ের দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) যশোর এবং জনাব দেবব্রত হরি, ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ, ডিবি এর তত্ত্বাবধানে ডিবির টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

গতকাল ২৯/১২/২০২৪ তারিখ রাতে গোপন তথ্যের মাধ্যমে জানা যায়, যশোর কোতয়ালী মডেল থানাধীন ০৪নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সামনে (হাইকোর্ট মোড় এলাকায়) কতিপয় সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে ডিবি যশোর এর এসআই(নিঃ)/মোঃ শাহিনুর রহমান, পিপিএম, এসআই(নিঃ)/ বিপ্লব সরকার, সংগীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম রাত ২৩.৪৫ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা একটি HAICE মাইক্রোবাস যোগে পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। তল্লাশিকালে তাদের হেফাজত হতে (ক) ০২(দুই)টি ৭.৬৫ সচল বিদেশী পিস্তল, যাহার একটি বাটসহ লম্বা ৭.৫(সাড়ে সাত) ইঞ্চি এবং অপরটি বাটসহ লম্বা ০৮(আট) ইঞ্চি, উভয়টির গায়ে ইংরেজিতে Made in USA লেখা আছে, (খ) ০২(দুই)টি পিস্তলের ম্যাগাজিন, (গ) ০৩(তিন) রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এ সংক্রান্তে এসআই(নিঃ)/ মোঃ শাহিনুর রহমান, পিপিএম বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেন। যা কোতয়ালী মডেল থানার মামলা নং-৫৫, তাং-৩০/১২/২০২৪ খ্রিঃ ও মামলা নং-৫৬, তাং-৩০/১২/২০২৪ খ্রিঃ রুজু হয়।

ধৃত ও পলাতক আসামীদের পিসি/পিআর পর্যালোচনায় দেখা যায়, তাদের বিরুদ্ধে খুন, ছিনতাই, অপহরণ ও মাদক মামলা রয়েছে। ধৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ প্রক্রিয়াধীন রয়েছে।

গ্রেফতারকৃত আসামীর তথ্য:

১। মোঃ গোলাম মোস্তফা(৪৫), পিতা-মগরেপ আলী, সাং-চৌগাছা বিশ্বাস পাড়া, ০৫নং ওয়ার্ড, থানা-চৌগাছা,

২। মোঃ মিজানুর রহমান(৫২), পিতা-মৃত মোজাহার মন্ডল, সাং-নতুন খয়েরতলা, থানা-কোতয়ালী,

৩। ফিরোজ আহম্মেদ(৪৫), পিতা-মোঃ আমিরুল ইসলাম, সাং-চুড়ামনকাঠি, থানা-কোতয়ালী,

৪। মোঃ রকি বিশ্বাস(৩০), পিতা-আবু খায়ের, সাং-পুড়পাড়া, এপি/চৌগাছা নিরিবিলি পাড়া জনৈক ইকবলের বাড়ির ভাড়াটিয়া, থানা-চৌগাছা, সর্ব জেলা-যশোর।

উদ্ধারকৃত আলামতঃ

(ক) ০২(দুই)টি ৭.৬৫ সচল বিদেশী পিস্তল, যাহার একটি বাটসহ লম্বা ৭.৫(সাড়ে সাত) ইঞ্চি এবং অপরটি বাটসহ লম্বা ০৮(আট) ইঞ্চি, উভয়টির গায়ে ইংরেজিতে Made in USA লেখা আছে,

(খ) ০২(দুই)টি পিস্তলের ম্যাগাজিন,

(গ) ০৩(তিন) রাউন্ড পিস্তলের তাজা গুলি,

(ঘ) একটি HAICE মাইক্রোবাস, যাহার রেজিঃ নম্বর-ঢাকা মেট্রো-চ-১৯-২২৯৩ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *