যৌথ বাহনীর অভিজানে অস্ত্র ও বোমাসহ গ্রেফতার খুলনায় শীর্ষ সন্ত্রাসী চিংড়ি পলাশ

সেখ রাসেল হোসেন​, বুরো চিফ, খুলনা।
নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার তাইফ আবরার কেএমপির সোনাডাঙা মডেল থানায় এক প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন​, খুলনার শীর্ষ সন্ত্রাসী চিংড়ি পলাশকে স্ব-স্ত্রীক গ্রেফতার করেছে যৌথ বাহিনী। পলাশ এর নিকট থেকে নেওয়া তথ্য অনুযায়ী তার বসতবাড়ি তল্লাশি করে বাড়ির উঠান হতে ৬টি ককটেল বোমা, ২টি রামদা, ২টি চাইনিজ কুড়াল, ৬ টি মোবাইল ফোন ও অন্যান্য দেশীয় অস্ত্রসহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার (২৯ ডিসেম্বর) রাত ৩ টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা এলাকায় বাংলাদেশ নৌবাহিনী ও সেনাবাহিনী মাদক ও অস্ত্র উদ্ধার বিষয়ক একটি যৌথ অভিযান পরিচালনায় পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশ (৩৪) এবং তার স্ত্রী পারভিন সুলতানা তিতলী (২৮) কে আটক করা হয়।
পরবর্তীতে, পলাশ এর দেয়া তথ্যের ভিত্তিতে তার বসতবাড়ি তল্লাশি করে বাড়ির উঠান হতে ৬টি ককটেল বোমা, ২টি রামদা, ২টি চাইনিজ কুড়ালসহ অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পলাশের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় ৮ টি হত্যা, মাদক ও অস্ত্র মামলা চলমান রয়েছে বলে থানা সূত্রে জানা যায়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত অস্ত্রসহ আটককৃত ব্যক্তিদেরকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। সন্ত্রাসীদেরকে আটক করার ফলে উক্ত এলাকার জনগণ নৌবাহিনী ও সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং বর্ণিত আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *