নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সজল কারাগারে : আদালত চত্বরে ডিম নিক্ষেপ

অপরাধ তথ্যচিত্র ডেস্ক:
​ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের খুলনা মহানগর শাখার সাবেক সহসভাপতি রণবীর বাড়ই সজলকে (৩৫) গ্রেফতার করেছেন কেএমপি’র ডিবি পুলিশ। শুক্রবার রাতে (২৭ ডিসেম্বর) শুক্রবার রাতে তাকে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে বাগেরহাট জেলার মোংলা থানাধীন খামের ডাঙ্গা বাজার হতে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর গতকাল শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আদালত চত্বরে তাকে নেওয়া হলে বিক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে। জানা যায়, সজলের বিরুদ্ধে অস্ত্রসহ বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। শুক্রবার রাতে বাগেরহাটের মোংলা থেকে ব্যাডমিন্টন খেলা অবস্থায় তাকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশের একটি দল। খুলনা মহানগর ডিবি পুলিশের ওসি মো: তৈমুর ইসলাম জানান, সজলকে খালিশপুর থানার ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির অফিস ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার দুপুরে তাকে খুলনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসানের আদালতে হাজির করা হয়। পৃথক পাঁচটি মামলায় তার ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছে। আদালতের নির্দেশে তাকে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, ২০২৩ সালের ২২ অক্টোবর খালিশপুর থানা ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির অফিস ভাঙচুরের মামলায় সজল এজাহারভুক্ত আসামি। ৫ আগস্ট সরকার পতনের পর পরিস্থিতি অনুকূল হলে ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম বাদী হয়ে গত ৩০ আগস্ট খালিশপুর থানায় মামলা করেন। এ ছাড়া তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। এদিকে আদালত চত্বরে বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণে হিমশিম খায় পুলিশ। সজলকে উদ্দেশ্যে করে বিক্ষুব্ধ জনতা পুলিশকে বলেন, এই নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা কতো মায়ের বুক খালি করেছে। বহু মানুষকে মিথ্যা মামলা ও অস্ত্র দিয়ে পুুিলশের হাতে তুলে দিয়েছে। ওকে আমাদের হাতে তুলে দেন। এ সময় সন্ত্রাসী লীগ বলে অখ্যায়িত করে বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়। এর আগে আদালত চত্বরে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *