ময়মনসিংহ মহানগর সাবেক সিটি কাউন্সিলর অস্ত্রসহ গ্রেফতার

অপরাধ তথ্যচিত্র ডেস্ক:
​ময়মনসিংহ নগরীর নওমহল এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে মহানগর জাসদের (ইনু) সভাপতি ও সাবেক কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু এবং তার ভাতিজা সৈয়দ রবিউল ইসলাম সজলকে গ্রেফতার করা হয়েছে।

কোতয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম জানান, শুক্রবার রাতে এ অভিযানে দুটি শটগান জব্দ করা হয়। গ্রেফতার দুই জনকে ময়মনসিংহ কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ওসি জানান, থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *