দুর্নীতির বিরুদ্ধে বটিয়াঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।
ইমরান হোসেন, বিশেষ প্রতিনিধি, খুলনা
দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ নিয়ে বটিয়াঘাটা প্রেসক্লাবে ডুমুরিয়া থানার ধানিবুনিয়া গ্রামের লালচাঁদ মন্ডলের ছেলে তনময় মন্ডল সংবাদ সম্মেলন করেন। গত ২৮ ডিসেম্বর শনিবার সংবাদ সম্মেলনে অভিযোগ করে তিনি বলেন বটিয়াঘাটা প্রেসক্লাবের কতিপয় সাংবাদিক হীরামন মন্ডল সাগর, মোহাম্মদ আতিকুর রহমান (আতিক), মোঃ মনিরুজ্জামান শেখ ও মহিদুল ইসলাম শাহীনরা একত্রে গত ১৪ ডিসেম্বর আমাদের বাড়িতে গিয়ে দুদকের অফিসার এবং তালাশ টিমের সদস্য পরিচয় দিয়ে আমার জমি বিক্রয় সঠিক নয় মর্মে জানায় এবং যার কাছে জমি বিক্রয় করেছি তার সাথে সমস্যার সমাধান করে দেওয়ার কথা বলে আমার নিকট থেকে নগদ পাঁচ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। সেই থেকে অদ্যবধি পর্যন্ত আমি ফোন দিলে আমার ফোনে যোগাযোগ করে না এবং আমার সমস্যার সমাধান করে নাই। সে কারণে আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে উক্ত সাংবাদিকদের নিকট থেকে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করিতে পারি এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবি জানাচ্ছি।