মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৩

অপরাধ তথ্যচিত্র ডেস্ক:
​মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্য ও তার ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার ভোরে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের ভাদুরী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইউপি সদস্য আতাউর রহমান আক্তার শিকদার (৪৮) ও তার ছেলে মারুফ শিকদার। (২০)। এই দুজনকে কুপিয়ে হত্যা করা হয়। এছাড়া সংঘর্ষে আহত ইউপি সদস্যের কর্মী সিরাজুল ইসলাম চৌকিদার (৩৫) ঢাকা নেওয়ার পথে মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের সঙ্গে একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার শিকদারের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকায় বেশ কয়েকটি হত্যাকাণ্ড ও একাধিক সংঘর্ষের ঘটনাও ঘটে। এসব ঘটনার মামলায় দীর্ঘদিন এলাকা ছাড়া ছিলেন আক্তার শিকদারসহ তার পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার ভোরে আক্তার শিকদারের বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটে। এ খবর শুনে শুক্রবার ভোরে লোকজন নিয়ে এলাকায় আসেন আক্তার ও তার ছেলে মারুফ। এ খবর ছড়িয়ে পড়লে ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আক্তারের ওপর হামলা চালান। এসময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে। সংঘর্ষের সময় আক্তার শিকদার ও তার ছেলে মারুফ শিকদারকে কুপিয়ে হত্যা করা হয়।

নিহত আক্তার শিকদারের স্ত্রী রীনা বেগম জানান, আমার স্বামী ও ছেলেকে খুন করা হয়েছে। যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই।

ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের ভাই রাজন জানান, আক্তার শিকদার তার এলাকাবাসীর সঙ্গে মারামারি করেছে। আমরা বা আমাদের কোন লোকজন এ ঘটনায় সঙ্গে জড়িত নয়।

কালকিনি থানার ভারগ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হুমায়ুন কবির জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হত্যাকারীদের কাউকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আমাদের অভিযান অব্যাহত আছে। আইনশৃঙ্খলা রক্ষা করতে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাব নিয়োজিত রয়েছে।

কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ বলেন, বাঁশগাড়ী এলাকায় পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *