দেশের শীর্ষ তিন কারাগার থেকে ইয়াবা-গাঁজা উদ্ধার
অপরাধ তথ্যচিত্র ডেস্ক:
দেশের প্রধান তিনটি কারাগারে আগত দর্শনার্থীদের কাছ থেকে গাঁজা, ইয়াবা ইত্যাদি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কারা অধিদপ্তর।
বৃহস্পতিবার সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল-ফরহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ ডিসেম্বর থেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ ও গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফটকে কারা কর্মকর্তা-কর্মচারী, দর্শনার্থী ও বন্দি চলাচলের স্থানগুলোতে ডগ স্কোয়াডের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ডগ স্কোয়াডের তল্লাশির মাধ্যমে আগত দর্শনার্থীদের কাছ থেকে গাঁজা, ইয়াবা ইত্যাদি উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারকৃত মালামালসহ সংশ্লিষ্ট দর্শনার্থীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।