দূর্গম যমুনার চরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাত আটক গণ পিটুনিতে নিহত ১
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর সংবাদদাতা ।। জামালপুরের ইসলামপূরে যমুনার দূর্গম চরাঞ্চল কুলকান্দি ইউনিয়নের জিগাতলা গ্রামে অভিযানে তিন ডাকাত আটক গন পিটুনিতে একজন নিহতের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ শুক্রবার বিকালে থানা কমপাউন্ডে প্রেস ব্রিফিং করেন। তিনি বলেন- বৃহস্পতিবার রাতে দূর্গম যমুনার চরে ডাকাতের প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে।
এ সময় ২ জনকে ঘটনাস্থল থেকে আটক করলেও বাকিরা পুলিশের উপস্থিতি পেয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ধাওয়া করে গণ পিটুনি দিয়ে এক জনকে পুলিশের নিকট সোপর্দ করেন।
আটকৃ কৃত ডাকাতরা কুলকান্দি ইউনিয়নের জিগাতলা গ্রামের জানিক বেপারীর পুত্র সেতাব আলী(৪৫) আঃ সাত্তারের পুত্র ইসমাইল হোসেন, (৩২ ) দিলবার হোসেনের পুত্র মোঃ ছুরমান (৪০) । তাদের নিকট থেকে একটি দেশীয় অস্ত্রসহ ওয়ান সুটার গান ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পরবর্তীতে আসামিদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ২ জনকে জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আসামি মোঃ সেতাব আলী জামালপুর জেনারেল হাসপাতালে মৃত্যু বরন করেন।