উড়োজাহাজ জব্দের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বিমান কর্তৃপক্ষের

অপরাধ তথ্যচিত্র ডেস্ক:
চোরাচালানের স্বর্ণ বহনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ জব্দের কথা জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটির একটি আসনের নিচ থেকে ২ কেজি ৩২০ গ্রাম ওজনের স্বর্ণের বার জব্দ করা হয়। পরে বিকালে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা এটি জব্দ করেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, জব্দ করা হলেও বিমানটি যথারীতি চলাচল করতে পারবে। তবে এ খবরকে ‘বিভ্রান্তিকর’ বলে দাবি করেছে বিমান কর্তৃপক্ষ।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে ব্যাখ্যা দেন।
তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক জব্দ করা হয়েছে মর্মে একটি বিভ্রান্তিকর সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা বিমান কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। উল্লেখ্য, ফ্লাইট বিজি-১৪৮ গতকাল ২৬ ডিসেম্বর সকালে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় পৌঁছায়। ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণের পর স্বর্ণ চোরাচালানে জড়িত সন্দেহে একজন নারী যাত্রীকে কাস্টমস গোয়েন্দা ও এনএসআই টিম আটক করে এবং কালো টেপ মোড়ানো অবস্থায় কিছু স্বর্ণবার উদ্ধার করে। উক্ত যাত্রীকে আটকের পর চট্টগ্রামগামী অন্যান্য যাত্রীগণকে নামার অনুমতি দেওয়া হয়। চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রী নামানোর পরে ঢাকাগামী অন্যান্য যাত্রীদের নিয়ে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে এবং পরবর্তী সময়ে উড়োজাহাজটি যথারীতি যাত্রী নিয়ে রিয়াদের উদ্দেশে যাত্রা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *