শেরপুরের নকলায় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের কমিটি গঠন

জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় বহুল প্রচারিত ও পাঠক প্রিয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ফ্রেন্ডস ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ‘বন্ধুত্ব করি, দেশ গড়ি’এ প্রতিপাদ্যকে ধারন করে পদাধিকারবলে যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি শফিউল আলম লাভলুকে সভাপতি ও সর্বসম্মতিক্রমে মো. মোশারফ হোসাইনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন সহসভাপতি হারুনুর রশিদ, শাহাজাদা স্বপন ও জাহাঙ্গীর হোসেন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসনে সরকার বাবু ও খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফারুকুজ্জামান, অর্থসম্পাদক নাহিদুল ইসলাম রিজন, দফতর সম্পাদক ফজলে রাব্বী রাজন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শ্যামল বণিক অঞ্জন, সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, সমাজকল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান সাফিত ও আব্দুল্লাহ আল-আমিন, শিক্ষা, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক শীমানুর রহমান সুখন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন বাবু, প্রচার ও জনসংযোগ সম্পাদক নূর হোসেন এবং সদস্য সেলিম রেজা, জিয়াউল হক জুয়েল, লিমন আহমেদ ও মো. হাসান মিয়া।

কমিটি গঠন উপলক্ষে ২৪ ডিসেম্বর মঙলবার রাত ৭টায় নকলা পৌরসভার পাইস্কা বাইপাস এলাকায় বাংলো বাড়ি কফি হাউজ ও ফাষ্টফুড এন্ড রেস্টুরেন্টে যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি শফিউল আলম লাভলুর সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নূর হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জাহাঙ্গীর হোসেন আহমেদ, দেলোয়ার হোসেন, মো. মোশারফ হোসাইন, মোশাররফ হোসনে সরকার বাবু, ফজলে রাব্বী রাজন, নাহিদুল ইসলাম রিজন, আসাদুজ্জামান সৌরভ, হেলাল উদ্দিন বাবু, জিয়াউল হক জুয়েল ও লিমন আহমেদ প্রমুখ।

বক্তাগণ বলেন যায়যায়দিন পত্রিকা দেশ ও জাতির কল্যাণে বরাবরই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে পাঠকদের মন জয় করে আসছে। সেই সাথে ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা সপ্তাহে একদিন সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে পত্রিকাটিকে একধাপ এগিয়ে নিয়ে গেছে। এ ধারা যুগযুগ ধরে চলমান থাকার আশা ব্যাক্ত করেন তারা। এজন্য পত্রিকাটির প্রতিনিধিসহ ফ্রেন্ডস ফোরামের সকল সদস্যকে দায়িত্বশীলতার সহিত এলাকার উন্নয়ন মূলক কর্মকান্ড সমূহ নিয়মিত প্রচার ও প্রকাশের মাধ্যমে পাঠক নন্দিত পত্রিকাটির সুনাম ধরে রাখার আহবান জানান বক্তাগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *