সাপাহার উপজেলা দলিল লেখক সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার দলিল লেখক সমিতির বার্ষিক নির্বাচনে খন্দকার হাবিবুর রহমান সভাপতি ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন জয়লাভ করেন।

গত নির্বাচনেও সফলতার সাথে খন্দকার হাবিবুর রহমান সভাপতি ও মোতাহার হোসেন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করায় গত বুধবার সকল দলিল লেখকদের সিদ্ধান্তে দ্বিতীয় বারের মতো তাদের সিলেকশনের মাধ্যমে নির্বাচিত করা হয়েছে বলে জানান দলিল লেখকগণ।

নবনির্বাচিত সভাপতি খন্দকার হাবিবুর বলেন, সফলতার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করবো। তিনি সকল দলিল লেখকদের সহযোগিতা চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *