সান্তাহার প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দের সাথে আদমদীঘি উপজেলা জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

আদমদীঘি প্রতিনিধি ঃ

বগুড়া আদমদীঘি উপজেলার সান্তাহার প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দের সাথে গত মঙ্গলবার রাতে সময় আদমদীঘি উপজেলা জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। এ সময় সান্তাহার প্রেসক্লাবের নব- নির্বাচিত সভাপতি তোফায়েল হোসেন লিটনের সভাপতিত্বে ও নব-নির্বাচিত সাধারণত সম্পাদক সাগর খানের সঞ্চালনায় জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা জামাতের আমির হাফেজ আতোয়ার হোসেন, সান্তাহার পৌরসভার (ভারপ্রাপ্ত) আমির শামসুল আলম, পৌর সেক্রেটারি মওলানা কামরুজ্জামান, প্রশিক্ষণ সেক্রেটারি মওলানা আইয়ুব আলী, পরিকল্পনা সম্পাদক হাফেজ মির্জা আবুল কালাম আজাদ, বায়তুল মাল সম্পাদক ইছাহাক আলী, ওলামা সম্পাদক মওলানা কামরুজ্জামান, মানব সম্পদ ও আইসিটি সম্পাদক অধ্যক্ষ সাইফুল ইসলাম,দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক মাহাতাব উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলামিন হাওলাদার নাসিম, রাজনীতি সম্পাদক মওলানা আজহারুল ইসলাম আজম।মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের আমির হাফেজ আতোয়ার হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশব্যাপী জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা অমানবিক জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। তারা বিচারের নামে ফাঁসিতে ঝুলিয়েছে দেশ বরেণ্য আলেম-ওলামাদের। স্বাধীনতা, তথ্যের প্রবাহ ও সমাজের ন্যায় বিচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ গণমাধ্যম। সেই গণমাধ্যমকেও বিগত সময়ে জালিম সরকার সত্য প্রকাশে বাধা প্রদান করেছিল। তিনি আরও বলেন, আমরা মুক্ত গণমাধ্যমে বিশ্বাসী। আমরা চাই, গণমাধ্যমকর্মীরা অবরুদ্ধ অবস্থায় থেকে বেরিয়ে স্বাধীন ভাবে সাংবাদিকতা করুক। তাঁরা সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলে তাঁদের লেখনীর মাধ্যমে তুলে ধরবেন। এ সময় প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক আলম খাঁন, রায়হানুল ইসলাম রতন, সহকারী অধ্যাপক রবিউল ইসলাম, এএফএম মমতাজুর রহমান, আবু বকর সিদ্দিক, বুলবুল আহমেদ, রোকনুজ্জামান রুকু, রাকিবুল হাসান রাকিবসহ প্রেসক্লাবের সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে জামায়াত নেতৃবৃন্দের পক্ষ থেকে নব-নির্বাচিত সভাপতি তোফায়েল হোসেন লিটন ও সাধারণ সম্পাদক সাগর খানকে ফুলের তোড়া এবং অন্যান্য সদস্যদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *