মির্জাপুরে বনবিভাগের অভিযানে ৭টি বাড়ি ও ২টি করাতকল উচ্ছেদ
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাংগাইল বনবিভাগের মির্জাপুর উপজেলার বাঁশতৈল রেঞ্জের আওতায় হাঁটুভাঙা এলাকায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হকের দিক নির্দেশনায় বিভাগীয় বনকর্মকতা(ডিএফও) ড.আবু নাসের মহসীনের সার্বিক সহযোগিতায় সহকারী বন সংরক্ষক আবু সালেহ ও মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার অভিযান পরিচালনা করা হয়েছে।অভিযানে ওই এলাকায় বনবিভাগের জমিতে অবৈধভাবে বসতিস্থলের ৭টি পরিবারের ৯টি ঘর ভেকু মেশিন দিয়ে ভেঁঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে।একই অভিযানে হাঁটুভাঙা বাজারে ২টি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়।অভিযানে বাঁশতৈল রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শাহীনুর রহমান,বিভিন্ন বিটের বিট কর্মকর্তা ও যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।এসময় বিভাগীয় বন কর্মকর্তা ড.আবু নাসের মহসীন সাংবাদিকদের বলেন,আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।আমরা প্রতি সপ্তাহে একবার করে অভিযান পরিচালনা করবো।বিশেষ করে মির্জাপুর, সখিপুর ও মধুপুর উপজেলায় বনের জমিতে যত অবৈধ ঘর বাড়ি রয়েছে সব তালিকা তৈরি করা হয়েছে।আমরা অভিযান পরিচালনা করে পর্যায়ক্রমে সব ভেঙে দিয়ে বনের জমি উদ্ধার করবো।অভিযানের সময় ওই বসতিস্থলের পরিবারের লোকজনের কান্নার আর্তচিৎকারেও শেষ রক্ষা হয়নি।
ওই অভিযানের বিষয়ে এলাকার অনেক লোকজন তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন,যেখানে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরনার্থীর এদেশে আশ্রয় হয়েছে সেখানে আমরা জন্মসূত্রে এদেশের নাগরিক হয়ে আমরা কি একটু মাথা গোঁজার ঠাঁই পাবোনা?এ অভিযান যদি অব্যাহত থাকে তাহলে আমরা কোথায় যাব? চলমান এ সমস্যার আশু সমাধানের জন্য সরকারের সর্বোচ্চ মহলের নিকট আবেদন জানান অনেকেই।