বটিয়াঘাটায় বিএনপির অফিস ভাংচুর অগ্নি সংযোগ,ককটেলও হাত বোমা বিস্ফোরণ

মোঃ ইমরান হোসেন, বিশেষ প্রতিনিধি, খুলনা:
খুলনার বটিয়াঘাটা থানার ১নং জলমা ইউনিয়নে তেঁতুলতলা বাজারে ৯নং ওয়ার্ড বিএনপির কার্যলয়ে ভাংচুর অগ্নি সংযোগ চালায় আওয়ামী সন্ত্রাসীরা। গত ২৪/১২/২৪ ইং রোজ মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২:৩০ টার দিকে এ ঘটনা ঘটে। এসময় পার্শবর্তী লোকজন এগিয়ে আসলে ককটেল ও হাত বোমা মেরে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এ গঠনায় ইমাম হোসেন নামে একজন আহত হয়। আহত ইমাম হোসেন কে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এবিষয় বটিয়াঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ সূত্রে জানা যায়, আসামীরা এলাকার সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্যু হিসাবে সমধিক পরিচিত। তারা সকলেই আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত থেকে এলাকায় দীর্ঘদীন হেন কোন কাজ নেই যা তারা করে নাই। আসামীগন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান সহ বিএনপির অস্থিত্ব ধ্বংসের লীলা খেলায় মেতে উঠেছে। তাদের ক্ষমতার দাপটে দীর্ঘদিন ধরে এলাকায় অপকর্ম, জমি দখল, ভাংচুর, লুটপাট, অগ্নি সংযোগ কাজে জড়িত ছিল। বটিয়াঘাটা থানাধীন ০১ নং জলমা ইউনিয়নস্থ ০৯ নং ওয়ার্ড তেতুলতলা বাজারের বিএনপি অফিসে আসামীরা গত ইং- ২৪/১২/২০১৪ তারিখ রাত অনুমান ১২.৩০ ঘটিকার সময় দেশীয় অস্ত্র সস্ত্র, বাঁশের লাঠী, লোহার শাবল, হাসুয়া, রাম দা, শর্টগান, পাইপগান, রিভলবর, পেট্রোল বোমা, ককটেল বোমা ইত্যাদি নিয়ে বে-আইনী জনতাবদ্ধে বিএনপির কার্যলয়ের নিকট এসে সন্ত্রাসীরা বিএনপি অফিসের তালা ভেঙ্গে অফিস কক্ষে প্রবেশ করে অফিস কক্ষে থাকা টেবিল, চেয়ার, ঘর সহ ভাংচুর করে। আসামীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমানদের ছবি ভাংচুর করে,ছবিগুলো অফিসের বাইরে নিয়ে পাড়ায় এবং পুড়িয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমানদের অবমাননা করে। পেট্রোল ঢেলে দিয়ে তাদের হাতে থাকা গ্যাস লাইট দিয়ে বিএনপি অফিসে আগুন ধরিয়ে দেয়।কার্যলয় ভাংচুরের শব্দ শুনে ছুটে আসলে তাদের লক্ষ করে আসামীরা এলাকায় ত্রাস সৃষ্টি ও এগিয়ে আসা লোকজনদের ছত্র ভঙ্গ করার উদ্দেশ্যে তাদের হাতে থাকা বোমা বিষ্ফোরন ঘটায়। যার কারনে এগিয়ে আসা লোকজন মারাত্মক ভাবে আহত হয়। আসামীদের হাতে থাকা অস্ত্র দিয়ে গুলি করে, বোমা ফাটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে ও হুমকি দিয়ে ঘটনা স্থল ত্যাগ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *