দিনাজপুর ফুলবাড়ীতে ১৯৯ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ
মশিউর রহমান ঃ
অদ্য ২৪ ডিসেম্বর ফুলবাড়ী থানার ঢাকা মোড়ে তল্লাশী চেকপোস্ট স্থাপন করে একটি পুরাতন ৬ চাকা বিশিষ্ট চাল বোঝাই ট্রাক থেকে ১৯৯ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ ০২ জনকে গ্রেফতার করে ফুলবাড়ী থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন ১। শ্রী মিলন চন্দ্র (২৪), পিতা-শ্রী গনেশ চন্দ্র, সাং-পাতলশা সরকার পাড়া, ২। মোঃ মাসুদ রানা (১৯), পিতা-মোঃ আব্দুল কুদ্দুস, সাং-বড়াইপুর (মোল্লাপাড়া), উভয়ের থানা-সদর, জেলা-দিনাজপুর।
গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশ জানতে পারে যে, দিনাজপুর সদর থেকে ছেড়ে আসা একটি পুরাতন ৬ চাকা বিশিষ্ট চাল বোঝাই ট্রাকে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল রয়েছে। ফুলবাড়ী থানার ঢাকা মোড়ে সন্দেহভাজন ট্রাকটি আটক করে এবং ট্রাকটি তল্লাশি করে ১৯৯ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধারপূর্বক জব্দ করে ফুলবাড়ী থানা পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা ফেন্সিডিলগুলো বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম যাওয়ার পথে গাজীপুরে বিক্রয় করবে। গ্রেফতারকৃত আসামীগণ দীর্ঘদিন যাবত মালবাহী ট্রাকসহ বিভিন্ন পরিবহনে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করে আসছিল।