কাহারোলে উপজেলা শিক্ষক কো-অপারেটিক ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাধারণ সভা অনুষ্ঠিত ।
এম এ জলিল শাহ্, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ
কাহারোল উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর’২৪) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দি কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব) এর সার্বিক সহযোগীতায় কাহারোল উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১৭তম বার্ষিক সাধারণ সভা অত্র ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ বোরহান উদ্দিন। বার্ষিক সাধারণ সভায় অত্র ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারী মোঃ রুস্তম আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে কাল্ব লিঃ এর ভাইস চেয়ারম্যান লায়লা আখতার মোত্তালেব, কাল্ব লিঃ ‘ক’ অঞ্চলের ডিরেক্টর মোঃ জিল্লুর রহমান উপজেলা সমবায় অফিসার মোঃ সারওয়ার মুর্শেদ, দিনাজপুর ক্লাস্টার পরিষদের চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, সেক্রেটারী, ক্লাস্টার প্রতিনিধি পরিষদের দিনাজপুর মোঃ একরাম হোসেন তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাল্ব-এর সদস্য প্রভাষক মোঃ শামীম আলী, কাহারোল কাল্ব-এর ম্যানেজার মোঃ আব্দুস সবুর, সাবেক ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম রুবেল, ট্রেজারার মোঃ জবাইদুর রহমান, সদস্য মোঃ আব্দুস সাত্তার, মোঃ রিয়াজুল ইসলাম সহ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ বার্ষিক সাধারণ সভায় বক্তৃতা করেন।
বার্তা প্রেরকঃ
– ০১৭১৩৭৩০৭৩৫, কাহারোল, দিনাজপুর। তাং- ২৬,১২,২০২৪ইং