মুঠোফোনে পরিচয়, প্রথম দেখার পর শিশুকন্যা সহ প্রাণ হারালেন মা
অপরাধ তথ্যচিত্র ডেস্ক:
ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালের ৪ নম্বর গেটের সামনে ৫ ডিসেম্বর সন্ধ্যায় অচেতন অবস্থায় পড়ে ছিলেন ৩৪ বছর বয়সী এক নারী। পাশে পড়ে ছিল তাঁর ৬ বছর বয়সী শিশু কন্যা। স্থানীয় এক ব্যক্তি দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেই রাতেই ওই নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশের এক কর্মকর্তা ঢাকা মেডিকেলে এসে ওই নারীর মরদেহের সুরতহাল করেন। চিকিৎসকসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানতে পারেন, বিষক্রিয়ায় ওই নারীর মৃত্যু হয়েছে।
কিন্তু নারীর পরিচয় জানত না পুলিশ। পরে তাঁর আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্র বের করে নাম-ঠিকানা পাওয়া যায়। মারা যাওয়া নারীর নাম মাধুরী বিশ্বাস, বাড়ি বাগেরহাট। এরপর কোতোয়ালি থানা-পুলিশ ওই নারীর পরিবারের সদস্যদের ঘটনা জানায়। পরে মাধুরীর স্বামী পিংকু মজুমদার ঢাকায় এসে স্ত্রীর মরদেহ নিয়ে গ্রামে চলে যান। একই সঙ্গে মুমূর্ষু শিশু কন্যা শ্রেষ্ঠাকেও নিয়ে যান তিনি। মায়ের মৃত্যুর ৯ দিন পর ১৪ ডিসেম্বর মেয়েটি গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তারও মৃত্যু হয় বিষক্রিয়ায়।
কীভাবে মা-মেয়ের এই পরিণতি হলো, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারছিলেন না পরিবারের সদস্যরা। মাধুরীর স্বামী পিংকু মজুমদার পুলিশকে জানান, বাগেরহাটে চিকিৎসক দেখানোর কথা বলে গত ২৮ নভেম্বর খুলনার তেরখাদা উপজেলার কামাররোল গ্রামে তাঁদের বাড়ি থেকে মেয়েকে নিয়ে বের হয়েছিলেন মাধুরী। রাতে তাঁদের বাসায় ফিরে আসার কথা ছিল। কিন্তু মা ও মেয়ে ফিরে না আসায় মাধুরীর মুঠোফোনে ফোন দিয়ে তিনি বন্ধ পান। এরপর স্ত্রী-সন্তানের সন্ধান পেয়েছেন মাধুরীর মৃত্যুর খবরে।
এ ঘটনার তদন্তে পুলিশ মাধুরীর মুঠোফোনের কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) বিশ্লেষণ করে বিধান দাশ (২৪) নামের এক ব্যক্তির সন্ধান পায়। ঢাকার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন শিকদার প্রথম আলোকে বলেন, মুঠোফোনে পটুয়াখালীর ছেলে বিধান দাশের সঙ্গে মাধুরীর পরিচয় হয়। এরপর তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সূত্র ধরে ওই দিন মেয়েকে নিয়ে বরিশালে চলে যান মাধুরী। একসঙ্গে কয়েক দিন কাটানোর পর ৪ ডিসেম্বর তাঁরা ঢাকায় আসার পর লঞ্চের মধ্যে মা ও মেয়েকে বিষ পান করিয়ে বিধান পালিয়ে যান।
মাধুরী বিশ্বাস ও তাঁর মেয়েকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগে গ্রেপ্তার বিধান দাশছবি: সংগৃহীত
এই হত্যাকাণ্ডে নিজের দায় স্বীকার করে বিধান দাশ ১৭ ডিসেম্বর ঢাকার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। একই দিন বিধানের বিরুদ্ধে বিষপ্রয়োগে স্ত্রী ও মেয়েকে হত্যার অভিযোগে কোতোয়ালি থানায় মামলা করেন মাধুরীর স্বামী পিংকু মজুমদার।