বিমানবন্দরে আটকে দেওয়া হলো বিজিবির সাবেক ডিজি মইনুলকে

অপরাধ তথ্যচিত্র ডেস্ক:
সস্ত্রীক বিদেশে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তৎকালীন বাংলাদেশ রাইফেলস-বিডিআরের (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) মো. মইনুল ইসলামকে আটকে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে বিদেশে যাওয়ার জন্য বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাদের যাত্রা আটকে দেয়। ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, সম্প্রতি পিলখানা হত্যাকাণ্ড তদন্তে যে কমিশন গঠন করা হয়েছে, তাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে বলা হয়েছে মইনুল ইসলামকে। এরপর তিনি বিদেশে যেতে পারবেন। তাকে আটক করা হয়নি।

লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলাম ২৮/০২/২০০৯ থেকে ০৯/০৫/২০০৫ পর্যন্ত তৎকালীন বিডিআরের মহাপরিচালক ছিলেন। বিডিআর বিদ্রোহে নিহত মেজর জেনারেল শাকিল আহমেদের পর তিনি দায়িত্ব নেন। বর্তমানে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।

প্রসঙ্গত, মইনুল ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের ভাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *