১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ০১
মশিউর রহমান
অদ্য ২৪/১২/২০২৪ ইং তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইল এর উদ্যোগে সহকারী পরিচালক জনাব Mohammad Nazrul Islam এর সার্বিক তত্ত্বাবধানে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন পাচুড়িয়া গ্রামস্থ আসামীর নিজ দখলীয় বসতঘরে থাকা প্লাষ্টিকের ব্যাগে কষ্ট্রিপে মোড়ানো ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারপূর্বক পরিদর্শক জনাব মোঃ আব্দুল মান্নান বাদী হয়ে লোহাগড়া থানায় একটি মামলা রুজু করেন। আসামী-(১) মোঃ আজিজুল শেখ (১৭) গ্রেফতার, পিতা: মৃত ফোরকান শেখ, মাতাঃ আসমা বিবি (২) মোঃ ইউসুফ শেখ (৪০)(পলাতক),পিতাঃ মৃত চান মিয়া, মাতা: জরিনা বেগম উভয় সাং: পাচুড়িয়া, থানা: লোহাগড়া , জেলা: নড়াইল।