খুলনায় অসাধু তিন ব্যবসায়ীকে জরিমানা

ব্যুরো চিফ, খুলনা: নগরীর একটি থানা ও জেলার দু’ উপজেলায় একটি খাবারের হোটেল এবং দুইটি কৃষি পণ্য বিক্রির দোকানে মঙ্গলবার ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কর্তৃপক্ষের অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা আদায় হয়েছে। পৃথক-পৃথক অপরাধের দায়ে তিন জন অসাধু ব্যবসায়ী ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ভিন্ন ভিন্ন ধারায় দণ্ডিত হয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২ টার দিকে অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ সেলিমের নেতত্বে নগরীর সোনাডাঙ্গা বাসস্ট্যাণ্ড এলাকার আব্বাস হাটেলে অভিযান পরিচালিত হয়। তখন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের প্রমাণ মেলে। এ অপরাধে হোটেল মালিক আব্দুল হালিমকে ৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানে থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন। অভিযানে অংশ নেয়া একটি সূত্র এ তথ্য জানান। একই সময়ে অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতত্বে একটি টিম বটিয়াঘাটা উপজেলার কৈয়া বাজারের মেসার্স কৃষি বিপনী নামের দোকানে অভিযান চালান। তখন অবৈধ বীজ সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে দোকানের মালিক তুলশি দাশ মিস্ত্রিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানিক দলটি এরপর ডুমুরিয়া বাজারের কৃষি ভান্ডারে অভিযান চালান। সেখানেও একই অপরাধের দায়ে দোকানের মালিক মোঃ মনিরুজ্জামান সরদারকে ৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অভিযান দুটিতে আনসার সদস্যরা সহযোগিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *