পল্টিবাজ আবু সরকারের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ঘারিন্দা ইউনিয়নের আওয়ামীলীগের নেতা আবুল হোসেন সরকার আবু সরকারের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি দিয়েছে তার বাহামভুক্ত লোকজন।

গত ২২ ডিসেম্বর বিকালে (+8801796095835) এই ফোন নাম্বার থেকে সাংবাদিক অলক কুমার দাসের মুঠোফোনে কল করে তাকে হুমকি দেওয়া হয়।

এসময় মুঠোফোনের ওই প্রান্ত থেকে বলা হয়, সাংবাদিক অলক কুমার দাস আপনি ইস্কনের সদস্য আপনার নাম ঠিকানা আইএসের কাছে জমা দিবো। আপনাকে এই দেশ ছাড়া করবো। এরপর সাংবাদিক অলক কুমার দাস তার পরিচয় জানতে চাইলে তিনি হুমকি দিয়ে বলেন আমি আপনার বাপ বুঝছেন? পরে বার বার তার পরিচয় জানতে চাইলে তাকে আবারো খারাপ ভাষায় গালিগালাজ করে আবু সরকারের লোকজন।

তিনি আরো বলেন,আপনি ঘারিন্দা ইউনিয়নের নামে উল্টাপাল্টা সংবাদ প্রকাশ করছেন এ জন্য আপনাকে প্রস্তাতে হবে বলেও হুমকি দেন।

গত ২১ ডিসেম্বর অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা.২৪ সহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট পত্রিকা আওয়ামী লীগের নেতা আবুল হোসেন সরকার আবুর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এর জের ধরে সাংবাদিক অলক কুমার দাসকে মুঠোফোনে হুমকি দেওয়া হয়।

এই ঘটনায় সাংবাদিক মহলের বিভিন্ন সংবাদকর্মীরা বলেন,এখনো এই ধরনের আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি সাংবাদিকদের হুমকি দেয় তাহলে ২৪ শের আন্দোলন বিফলে যাবে। এখন সাংবাদিকদের স্বাধীন ভাবে সংবাদ প্রকাশ করার জন্য স্বাধীনতা দিতে হবে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি ও আবু সরকার সহ যারা এই ঘটনায় জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *