আদমদীঘিতে পিকনিক খাওয়াকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

আদমদীঘিতে পিকনিক খাওয়াকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

আদমদীঘি প্রতিনিধি:
পিকনিক খাওয়াকে কেন্দ্র করে বগুড়ার আদমদীঘিতে আজিজার রহমান (৫২) নামের এক সাবেক ইউপি সদস্য মারা গেছে। রোববার রাতে উপজেলার চাঁপাপুর ইউপির কয়াকুঞ্চি গ্রামে এ ঘটনা ঘটে। আজিজার রহমান কয়াকুঞ্চি গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে। গতকাল সোমবার দুপুরে ময়না তদন্ত শেষে মরদেহটি তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনা কেন্দ্র করে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে আদমদীঘি থানার উপ-পরিদর্শক ফেরদৌস হোসেন জানান, রোববার রাতে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কয়াকুঞ্চি গ্রামের বাজার এলাকায় লিটন হোসেন নামের এক বিএনপির সমর্থক একটি পিকনিকের আয়োজন করেন। অপরদিকে একই গ্রামের বিএনপির আরেক সমর্থক সাবেক ইউপি সদস্য আজিজার রহমানের অনুসারীরা কোন একটি বিষয় নিয়ে পিকনিকে বাধা প্রদান করে। ফলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় আজিজার রহমান ঘটনাস্থলে পৌঁছালে তার অনুসারীদের পিকনিকে বাঁধা প্রদান বিষয়ে বিচারের জন্য লিটনের সমর্থকরা চাঁপ প্রয়োগ করলে ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়েন আজিজার রহমান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এরপর দুই পক্ষকে শান্ত করা হয়। ময়না তদন্তের রিপোর্ট এলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *