শার্শা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মশিউর রহমানঃ
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ জিয়াউদ্দিন আহম্মেদ মহোদয়ের নির্দেশক্রমে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং মাদক ও চোরাচালানসহ গ্রেফতারী পরোয়ানা তামিল করার লক্ষ্যে অদ্য ২১/১২/২০২৪খ্রিঃ বিকাল ১৪.২০ ঘটিকায় শার্শা থানা পুলিশের এসআই(নিঃ)/ মোঃ রেজাউল হক ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অত্র থানাধীন লক্ষণপুর ইউনিয়নের শুড়া গ্রাম হতে ৫০০(পাঁচশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ মহসিন হোসেন(৩০), পিতা-মোঃ আব্দুল মমিন, সাং-শাখারীপোতা (স্কুলপাড়া), থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে গ্ৰেফতার করেছে।
পরবর্তীতে এসংক্রান্তে উক্ত থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।