কেএমপিতে বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
শেখ জিকু আলম, ভ্রাম্যমাণ প্রতিনিধি – খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারি পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার) হিসেবে কর্মরত মোঃ ইমদাদুল হক কেএমপি হতে যশোরের মনিরামপুর সার্কেলে বদলী হওয়ায় গতকাল কেএমপি’র সদর দপ্তরে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত বিদায় সংবর্ধনা উপলক্ষে কেএমপি’র সদর দপ্তরের সম্মেলন কক্ষে কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাকে সৌজন্য উপহার এবং স্মৃতিস্মারক প্রদান করেন। পাশাপাশি বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ কেএমপিতে কর্মকালীন সময়ে বিদায়ী অতিথির কর্মকালের স্মৃতিচারণ করেন। এ সময়ে কেএমপি’র মান্যবর পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার বিদায়ী অতিথিকে সততা ও নিষ্ঠার সাথে কর্মজীবন অতিবাহিত করার জন্য অনুরোধসহ সর্বদাই বাংলাদেশ পুলিশের মর্যদা অক্ষুন্ন রেখে কাজ করার জন্য আশাবাদ ব্যক্ত করেন। তিনি বিদায়ী অতিথির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ব্যক্তিগত ও পারিবারিক জীবনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন। উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে কেএমপি’র ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন।