কক্সবাজার থেকে ঢাকায় আসা ৪০০০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-লালবাগ

মশিউর রহমান ঃ
কক্সবাজার থেকে রাজধানী ঢাকায় আসা চার হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেফতার করেছে ডিবি-লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হলো ১। তরিকুল ইসলাম ওরফে রুবেল ওরফে ফরিদ (৪০) ২। মোঃ সাদ্দাম হোসেন (৩৩) ৩। রাহিদুল ইসলাম হৃদয় (৩১) ও ৪। সঞ্জয় চন্দ্র দাশ ওরফে সমীর দাশ (৩৮)
শনিবার (২১ ডিসেম্বর ২০২৪) সকাল ০৭:৪৫ ঘটিকায় মতিঝিল থানাধীন ১৬৭ নং ইনার সার্কুলার রোড, আরামবাগ, লন্ডন এক্সপ্রেস বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করে গোয়েন্দা-লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম ও সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিম।
ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানানো হয়, শনিবার সকালে গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, কক্সবাজার থেকে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার উদ্দেশে ঢাকায় আসছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবির অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম ও সংঘবদ্ধ অপরাধ ও গাড়ীচুরি প্রতিরোধ টিম ঘটনাস্থলে অবস্থান নেয়। সকাল ০৭:৪৫ ঘটিকায় মতিঝিল থানাধীন ১৬৭ নং ইনার সার্কুলার রোড, আরামবাগ, লন্ডন এক্সপ্রেস বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা তাদের নিকট ইয়াবা ট্যাবলেট থাকার কথা স্বীকার করে। অত:পর গোয়েন্দা পুলিশ তাদের হেফাজত থেকে ৪০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃতরা অনেকদিন ধরে কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে ইয়াবা ট্যাবলেট ঢাকা এনে বিক্রি করে আসছে।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *