বটিয়াঘাটা প্রেসক্লাব কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন।
জেলা ব্যুরো চিফ, খুলনা: বটিয়াঘাটা প্রেসক্লাব কার্যালয়ে গতকাল শনিবার সকাল 11 টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের আহবায়ক, এ্যাডভোকেট সোহেল রানার সভাপতিত্বে সভায় শহীদদের স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। প্রেসক্লাবের সদস্য সচিব মু: আল আমীন গোলদার এর সঞ্চচলনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা অধ্যপক এনায়েত আলী বিশ্বাস, সাবেক সভাপতি কবীর আহম্মেদ খান, জাতীয়তাবাদী খুলনা জেলার মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, রতন কুমার সাহা, ইমরান হোসেন সুমন,তরিকুল ইসলাম, সোহরাব হোসেন মুন্সী, অমলেন্দু বিশ্বাস, আসাদুজ্জামান উজ্জ্বল, , বাকের হোসেন, আলমগীর হোসেন, ইমরান হোসেন, তানভীর হোসেন বিশ্বাস, সেখ মোঃ রাসেল হোসেন, সিহাব উদ্দীন দোলন প্রমুখ।
সভায় 16 ডিসেম্বর বিজয় দিবস পালন উপলেক্ষ্যে প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়